

_________________________________________

গর্ভাবস্থায় রক্তস্রাব, প্রসবের সময় বা প্রসবের পরে খুব বেশি রক্তস্রাব, গর্ভফুল না পড়া।

গর্ভাবস্থায়, প্রসবকালে ও প্রসবের পরে শরীরে পানি আসা, খুব বেশি মাথাব্যথা ও চোখে ঝাপসা দেখা।

গর্ভাবস্থায় বা প্রসব পরবর্তী সময়ে তিন দিনের বেশি জ্বর বা দুর্গন্ধযুক্ত স্রাব।

প্রসবব্যথা ১২ ঘণ্টার বেশি থাকা
প্রসবের সময় বাচ্চার মাথা ছাড়া অন্যকোনো অঙ্গ প্রথমে বের হওয়া

গর্ভাবস্থায়, প্রসবের সময় বা প্রসবের পরে খিঁচুনি
_________________________________________
৫টি বিপদচিহ্ন চিনে রাখব : দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সুনিশ্চিত করব
১. বিপদচিহ্ন চিনে রাখব যাতে জটিল অবস্থা দ্রুত বোঝা যায়।
২. যেকোনো একটি বিপদচিহ্ন দেখা দিলে এক মুহূর্ত দেরি না করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাব।
৩. যত দ্রুত সম্ভব স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সুনিশ্চিত করব।
_________________________________________
নিজে জানুন, অন্যকে জানান
ভালো থাকুন, সুস্থ থাকুন।
২. যেকোনো একটি বিপদচিহ্ন দেখা দিলে এক মুহূর্ত দেরি না করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাব।
৩. যত দ্রুত সম্ভব স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সুনিশ্চিত করব।
_________________________________________
নিজে জানুন, অন্যকে জানান
ভালো থাকুন, সুস্থ থাকুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন